শ এবং ত দিয়ে কোরআনে বর্ণিত সাহাবীদের নামগুলো অর্থসহ
Join Our Official Telegram Channel
আপনার প্রিয় নবজাতক শিশুটির বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হয়ে আপনাদের নাম উজ্জ্বল করবে, কতো না আপনাদের কাছে আনন্দ হবে তাইনা? কিন্তু যদি এই শিশুটিকে এতো কষ্ট করে বড় করার পরে অমানুষ হয়ে আপনাদের মুখে চুনকালি মেখে দেয় তাহলে আপনার এবং আপনার পরিবারের সকলের কষ্টের শেষ থাকবেনা।
হাদিসে রয়েছে প্রতিটি পিতামাতার উচিত সন্তান ভুমিষ্ট হওয়ার পরপরই তারজন্য সুন্দর অর্থবোধক একটি নাম রাখা। এবং এই নামটি যদি খারাপ হয় তাহলে আপনার সন্তান কালকেয়ামতের ময়দানে পিতামাতাকে আল্লাহর কাঠগড়ায় উঠাবে।
এজন্যই আমি প্রায় প্রতিটি নামের পোস্টে আপনাদেরকে বলি শিশুর জন্য পুরনো হলেও ভালো ইসলামিক নাম রাখুন যাতে এই নামের ভালো প্রভাবে শিশুটি ভালো মনুষ হয়।
ত দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহঃ
(১) তালহা ইবনে বারা = (বারাকাহ অর্থ হচ্ছে আধিক্য, প্রাচুর্য ও অতিরিক্ত হওয়া ইত্যাদি।)
(২) তালহা ইবনে উবাইদিল্লাহ = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৩) তুফাইল ইবনে আমর আদ-দাওসি = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৪) তামিম আল-আনসারি = (তামিম নামের অর্থ হচ্ছে শক্তিশালী, দৃঢ়, সম্পূর্ণ, সমাপ্ত।)
(৫) তুলাইব ইবনে উমাইর = (তুলাইব নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।)
শ দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহঃ
(১) শাম্মাস ইবনে উসমান = (উসমান অর্থ হচ্ছে - জ্ঞানী, সবচেয়ে শক্তিশালী, স্বজ্ঞাত।)
(২) শিফা বিনতে আবদুল্লাহ = (আব্দুল্লাহ নামের আরবি অর্থ হলো - আল্লাহর বান্দা বা আল্লাহর দাস।)
(৩) শাদাদ ইবনে আউস = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৪) শুকরান সালেহ = (সালেহ নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।)
(৫) শুরাহবিল ইবনে হাসানা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৬) শুজা ইবনে ওয়াহাব = (ওয়াহাব নামের অর্থ মহাদানশীল।)
উপরের নামগুলো সবই সাহাবীদের নাম, কিছু কিছু নামের অর্থ খুজেঁ পাইনি কিন্তু তারপরেও আমার মনে হয় সব নামগুলোর অর্থই পজিটিভ। যাহোক এরপরেও কোনো নাম পছন্দ হলে, শিশুর জন্য রাখার পূর্বে নিকটস্থ হুজুরের কাছে নামটি নিয়ে আলোচনা করে নিবেন।
Post a Comment
0 Comments