টাফনিল-এর-কাজ-কি-Tufnil-ট্যাবলেট-এর-দাম-ও-খাওয়ার-নিয়ম

প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা টাফনিল ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানতে চান যেমনঃ  এর কাজ এবং খাওয়ার নিয়ম ও দাম A to Z সবকিছু তাদের জন্য এই আর্টিকেলটি লিখতে বসেছি।

টাফনিল এর কাজ কি | Tufnil 200 mg tablet এর কাজ কি?

মাথা ব্যাথা নিরাময়ের যতো ঔষধ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো টাফনিল।  Tufnil ঔষধটি এস কে এফ ফার্মাসিউটিক্যাল (S.K.F)  লিমিটেড কোম্পানির একটি ঔষধ। এই মেডিসিনটি সব ধরনের মাথা ব্যাথা রোগীদের জন্য নির্দেশিত নয়।

টাফনিল ট্যাবলেট টি যে মাথা ব্যাথা রোগীদের জন্য নির্দেশিতঃ

১। মাইগ্রেন জনিত মাথা ব্যাথা সাধারণত মাথার একপাশে হয়ে থাকে।
২। জ্বর জনিত ব্যথার জন্য নির্দেশিত।
৩। মাইগ্রেন জনিত মাথা ব্যথার জন্য কাজ করে থাকে।
৪। অপারেশন করে কাটা-ছেঁড়া করার ফলে ব্যথা।
৫। অপারেশন পরবর্তী ব্যথার জন্য নির্দেশনা করা হয়।
৬। যেকোনো সাধারণ ব্যথায় নির্দেশিত।

টাফনিল কিসের ওষুধ/ Tufnil কিসের ঔষুধ?

টাফনিল ওষুধটি মাইগ্রেন জনিত মাথা ব্যথার জন্য কাজ করে থাকে।  মাইগ্রেন জনিত মাথা ব্যাথা সাধারণত মাথার একপাশে হয়ে থাকে। এছাড়াও অন্যান্য সমস্যার মাথা ব্যাথা রোগীরা টাফনিল ট্যাবলেট টি সেবন করতে পারবে, এই প্যারাগ্রাফটির উপরে আলোচনা করেছি।

টাফনিল খাওয়ার নিয়ম/ টাফনিল ট্যাবলেট খাওয়ার নিয়মঃ

প্রাপ্তবয়স্ক একজন লোক সকালে বা বিকালে টাফনিল ট্যাবলেট টি খাওয়ার পরে খেতে হবে। টাফনিল ট্যাবলেট টি বাচ্চাদের জন্য নির্দেশিত নয়, তাই ভুলক্রমেও বাচ্চাদের সেবন করাবেন না। এটি যেহেতু একটি ব্যাথানাষক মেডিসিন তাই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন না করাই উত্তম।

এছাড়াও যেসব রোগীদের পাকস্থলীতে ঘা অর্থাৎ গ্যাসটিক আলসার রয়েছে,  যে সকল রোগীদের  হার্টে সমস্যা রয়েছে, এবং যে রোগীদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের জন্য টাফনিল ওষুধটি নির্দেশিত নয়।

টাফনিল এর সাইড এফেক্ট/ টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়াঃ

টাফনিল ট্যাবলেট টি সেবন করার পরে রোগীদের যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো বা সাইড এফেক্ট দেখা যেতে পারে সেগুলো নিচে তুলে ধরা হলোঃ

১। পেটে ব্যথা হতে পারে
২। ক্ষুধামন্দা দেখা দিতে পারে
৩। ডায়রিয়া হতে পারে
৪। বমি বমি ভাব হতে পারে
৫। শ্বাসপ্রণালীর সমস্যা
৬। শিহরণ সমস্যা
৭। মাথা ব্যথা হতে পারে
৮। ক্লান্তি অনুভব হতে পারে
৯। কাঁপুনি হতে পারে

টাফনিল ট্যাবলেট টি সেবন করার পরে কারো যদি উপরের সাইড এফেক্ট গুলোর যেকোনো ১টি বা একাধিক তীব্র আকারে হলে দ্রুত ডাক্তারের সরনাপন্ন হবেন।

টাফনিল খেলে কি ঘুম হয়?

টাফনিল কোনো ঘুমের ঔষধ নয়, এটি খেলে ঘুম বৃদ্ধি পায়না।

টাফনিল এর উপকারিতাঃ

১। মাইগ্রেন জনিত মাথা ব্যথা।
২। অপারেশন পরবর্তী ব্যথা।
৩। জ্বর জনিত ব্যথা।

মাথা ব্যাথার জনপ্রিয় একটি ওষুধ টাফনিল, এটি তীব্র মাথা ব্যাথাকে নিমিষেই ভালো করে দেয়।

টাফনিল কি এন্টিবায়োটিক?

টাফনিল এন্টিবায়োটিক ঔষধ নয়, এটি একটি ব্যাথানাষক ট্যাবলেট মেডিসিন।

টাফনিল এর ছবি / Tufnil Tablet picture
টাফনিল-এর-কাজ-কি-Tufnil-ট্যাবলেট-এর-দাম-ও-খাওয়ার-নিয়ম

গর্ভাবস্থায় টাফনিল ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

গর্ভাবর্তী মহিলাদের জন্য টাফনিল ট্যাবলেট নয়, সেবন করলে ভ্রুনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্তনদানকালীন মহিলা বা নারীদের টাফনিল ট্যাবলেট খাওয়া যাবে কিনা?

স্তনদানকালীন মায়েরা টাফনিল ট্যাবলেট সেবন করা  উচিত নয়। তবে চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করতে পারেন।

টাফনিল ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস টাফনিল ২০০ মি.গ্রা. ট্যাবলেট এর দাম ১০ টাকা মাত্র।

সতর্কতাঃ

ইন্টারনেটে ভিডিও দেখে বা ব্লগ পোস্ট পড়ে কোনো ঔষধ সেবন করবেন না, ডাক্তার রোগীর সব ধরনের শারীরিক কন্ডিশন এবং রোগগুলো জেনে তারপরে যে ঔষধ প্রয়োজন সেটিই সেবন করার জন্যে নির্দেশ করবেন।

আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে follow বাটনে ক্লিক করুন